কার্ত্তিকের এই শিশির ভেজা হিমেল বৈকালে
পোয়াতি ধান গাছেরা দক্ষিনে যায় নুইয়ে,
উত্তুড়ে শনশনে হাওয়ায় মাচানে লাউ দোলে
ঝিঙে লতায় ফিঙে নাচে দুভাগা লেজ ঝুলিয়ে,
খেঁকশিয়ালে শেষ প্রহরে দেয় প্রহরা গোনে গোনে
ভোর শিশিরে শিউলি ঝরে সবুজ গালিচা বনে,
তৃপ্তির ঢেঁকুর পান্থাভাতের লঙ্কা পেঁয়াজ লবণে
বাঙালীর দাওয়ায় ধোঁয়া উড়ে হুঁকোর আগুনে,
গুন গুনিয়ে গান ধরে কিষাণী গোবর মলে উঠানে
কিষাণ যায় মাঠে ছাতা মাথে গরু বাছুর হাঁকিয়ে ।