বন্ধ্যা দিনের বন্দি বেলায় নন্দী বৌদির অন্দরমহলে
  কাটল প্রহর ঘোর আবেশে দেহের গন্ধে আঁচলতলে,
    রাগ করে ওই সুর্য যখন দেয়নি আলো ঘরে
  নীলের ছোঁয়ায় নীলাভ জ্যোতির দ্যুতি ঝরে পরে,
   দেহাংশ টেবিলে খাদ্যাংশ, দেহাংশ ঘনিষ্ট অতীব
  সজীব ষ্পর্শে দেয় পলে পলে সাড়া, দন্তে পেষিত নির্জীব ।


    বৈষম্যের এই দিনাতিপাত স্মৃতিময় প্রতিক্ষারত
  নেশার ঘোর তফাত খুঁজে মদির জৈবিকতা অনুব্রত,
       বিষন্নতা প্রমাদগুনে প্রকৃতির প্রবঞ্চনায়
       দেহমন বিকল'বনে শৈল্পিক নৃসংশতায়,
  বৈরাগ্য বোধন হানে কলা কৌশলে কাব্যিক সৃজনধারা
  দু চার অক্ষরের রোমান্টিকতায় রোমাঞ্চে পাগলপারা ।