সেই কবেকার প্রেমের চিঠি আগলে বুকে গভীর রাতে
এখনো ফুঁপরে কাঁদি বিয়োগ আলোর আঁধারে ।
এই যুগে আর নেই যে বাহার কলমে, লেখা লেখি হাতে
তবুও আমি বেঁচে আছি এই বিলুপ্তপ্রায় বিভোরে ।
এখন তোমি স্কাইপে হাসো, বার্তালাপ করো ফেইসবুকে
সেকেন্ডের হিসেব কষে যাতায়াত করো ইমেলে ।
দিন রাতের তফাৎ তোমার শুধুই ঘড়ির কাটার চড়ুকে
সেকেলে আমি যে আর নেই গো তোমার কড়িকপালে ।
তথাপি এই তাপিত হৃদয় প্রহর গুনে প্রতীক্ষায়
একবার যদি ফিরে পাওয়া যায় সেই শেষ বিকেল,
কবিতা যদি বেজে উঠে কানে কন্ঠ যদি গায়
ঊষ্ঠ্য যদি কেঁপে উঠে উষ্ণ পরশে, প্রেমে পাশ-ফেল ।