সোমবারের কালো রাত যেন রোজ রোজ আসে
এই প্রতীক্ষাতে ক্ষত বয়ে
প্রতিরাতে কলঙ্কিত চাঁদে
বুড়ি'মাকে খুঁজি, বার বার উল্কা উড়ে আকাশে ।


প্রহর গুণে কমবেশি তারাদের মেলা বসে
মেঘেরা লুকোচুরি খেলে,
ঘন কুয়াশার চাঁদর গায়ে
সোমবারের স্বপ্ন দেখি ভেজা ভেজা ঘাসে ।


চাখোই খাওয়াবি বলে আন্তরিক আপ্যায়নে
গত সোমবার জ্যোৎস্নার সাথে
টং ঘরে গা-গলে চুয়াক পাতে
গোদক করে নিজেকে ঢেলে দিলি সামনে ।


বুঁদ হয়ে ঝর্ণার ছন্দে কত্থক নৃত্যে অজান্তে
থামিয়ে দিয়েছি ঋতু'কে,
সেই থেকে প্রতীক্ষাতে
মাদল শুনি,সিক্ত ঘাসে আবছা আঁধার রাতে ।


মাস যায়, ঋতু বদলায়, বর্ষা -শরৎ - বসন্তে
চাখোই চুয়াক এর গন্ধে
মাতাল সকাল - সন্ধ্যে ,
পাহাড়ে খাঁজে খুঁজি পেতে সোমবারের রাতে ।


পাখিদের কলরবে ঝর্ণার ছল ছল-এ জুমক্ষেতে
সন্ধানী চোখ ব্যস্ত অবিরত
"আং নন হাম জাগ"
বলেনাতো কেউ, স্থায়ী বসবাস এখন আমার ইকোপার্কে ।



* চাখোই - ত্রিপুরার উপজাতিদের একটি রান্না করা প্রিয় খাবার ।
* চোয়াক - ত্রিপুরার উপজাতিদের হাতে তৈরী মদ জাতিয় তরল ।
*"আং নন হাম জাগ" - ককবরক ভাষা > "আমি তোমাকে ভালবাসি" - বাংলা ভাষা ।
*গোদক >  ত্রিপুরার উপজাতিদের তেল মসলা বিহীন রান্না করা সবজি।