তর্পন করি,  হে পিতঃ, বিশ্ব চরাচরে
যত পিতা ওপারে আছেন একসাথে
প্রার্থনা করুন  যেন গঙ্গা এভাবেই
বয়ে যায় চিরকাল চেনা পথ ধরেই।
আজি এ মহালগন নতুন  সূর্য উদিবারে
তৃপ্ত করি তব আত্মা শাস্ত্র আজ্ঞা ধরে।
তর্পন করি, হে পিতঃ, আজি নতুন করে
শান্তি দাও শান্তি,  দুঃখ - জরা কেড়ে।
হিংসা বিভেদ , খুন সন্ত্রাস, ভয় অবক্ষয়
চারিদিকে ছেয়ে আছে শুধু শয়তানের জয়।
তর্পন করি, হে পিতঃ, তব সন্তানে শেখাও
ধনে নয় সুখ বাঁচে,  জনে সুখ বহু বহু ;
মৃন্ময়ীর অছিলায় ধরিত্রী জাগে নব নবীন রূপে
চিন্ময়ীরা চিনে নেয়, মাটি - মাংসে, চেনা বিদ্রুপে ,  
দশভুজা কৈলাশ ছাড়ি, শক্তিরূপেন সংস্থিতায়
শরত নিয়ে আসে,এক বুক আশা ;কেঁদে ফিরে যায়।
আবার  দুর্গা গলির মোড়ে গোলাপ বাঁধে চুলে
কুমোর পাড়ায় বাঁশের ভাজ খরের গাঁঁদা ভুলে।
  তর্পন করি, হে পিতঃ মহালয়ার পূণ্য প্রভাতে
জাগাও আমার মানবিকতা,  জেহাদ শিরা ধমনীতে।