বড় অসুস্থ আমি।
শিরা,উপশিরা,ধমনী এমনকি শরীরের প্রতিটি রক্ত কণিকায়
বয়ে বেড়াচ্ছি সব মরণ ব্যাধির জীবন্ত জীবাণু।
শ্বাস কষ্টে যখন আমার দম বন্ধ হবার উপক্রম হয়,
তখন তোমার স্পর্শটা যেন ইনহেলারের কাজ করে।
একটু ছোঁয়াতেই বুক ভরে যায় মুক্ত বাতাসে।
আমার প্রচন্ড উচ্চ রক্তচাপে মাথায় তোমার প্রেমময় একটা হাত
আমাকে নিমিষেই স্বাভাবিক করে তোলে।
তুমি আমার "নিফিক্যাপ",
তাইতো তোমার নামের এক টুকরো কাগজ ডান পকেটে
রাখি সর্বক্ষণ,তোমার অনুপস্থিত মরণে জিহ্বার নিচে রাখবো বলে.....
তুমি আমার পাওয়ারি চশমা, তুমি বিহনে আমি অন্ধ।
তুমি একাই আমার নির্ভরযোগ্য একজোড়া ক্র‍্যাচ।
আমার সমস্ত নিদানে তুমিইতো বহন করে চলেছ এতোটা বছর
এই অথর্ব আমাকে।
ক্যান্সারের মতো দূরারোগ্য মরণ ব্যাধিতে তুমি আমার ক্যামোথেরেপি।
তাইতো তোমার বুকেই বাঁচার স্বপ্ন দেখি বারংবার।
আমার আজন্মকালের ডায়াবেটিক থেকে পরিত্রাণ চাইনা কখনো।
আমি চাই তোমার নির্মোহ ভালোবাসার প্রতি ফোটা ইনসুলিনে আমার পরমাত্মা সজীব থাকুক, সজীব থাকুক আমার আপাদমস্তক।
আমার দীর্ঘদিনের রোগাক্রান্ত জীর্ণ শরীরে রোগ প্রতিরোধ
ক্ষমতা শূণ্য প্রায়।
তোমার মতো উচ্চ ক্ষমতাধর নিঃস্বার্থ  এন্টিবায়োটিক আমার
সাথে আছে বলেই তো আজও আমি সূর্যের মুখ দেখি,
আজও প্রত্যাশা করি প্রেম পুষ্ট একটা সুস্থ সকাল।
মানিক,
আমার তুমিময় এ জীবন তুমি হীনা অথৈ পাথার।
নির্ভরযোগ্যতার নিক্তিটা তাই তোমার পানেই নুয়ে চলেছে ক্রমশ।
তাই শেষ আবদার,
আমার ঘুম বিলাসী পোড়া চোখের শেষ ঘুমটা তোমার কোলেই ঘুমাতে চাই।
গোলাপ জলে নয়,নয়ন জলেই না হয় ভিজিয়ে দিও
তোমার মায়ার আঁচলে মোড়ানো আমার শবদেহের শেষ আচ্ছাদন।।
----------------+++++++++---------------------