যখন থাকি ভীষন একা দুঃখে, রাগে,
ভেতর ভেতর মনটাকে খায় মনের বাঘে।
আবার যখন;
সব এড়িয়ে একাই থাকি নিজের ঘরে,
নিকষকালো আঁধার তখন জাপটে ধরে।
সেটা বলার মতো নয়;
শুধু একা থাকার ভয়....


মলিন আভায় সূর্য যখন ধূলায় লুটে,
ভয়গুলো সব আমার পাণে কেবল ছুটে?
হঠাৎ দেখি;
কল্পলোকের দানবগুলো পাশেই ঘোরে,
ঘুণপোকারা অগোচরে হৃদয় খোঁড়ে।
আমার কী জানি কী হয়;
শুধু একা থাকার ভয়...


তারার পাশে চাঁদটা যখন একাই জাগে,
নীল বেদনায় তখন ভীষন খারাপ লাগে,
যখন ভাবি;
মুখটা আমার তোমার বুকে রাখবো গুঁজে,
বিমূর্ত সেই তুমিটাকেও পাইনা খুঁজে।
আমার এমন কেন হয়?
শুধুই একা থাকার ভয়....
------+++++------