একজোড়া হাত
                      - ইয়ামিন বসুনিয়া


একজোড়া হাত চাই আমার, শুধু একজোড়া হাত।
মেলা থেকে কেনা কাঁচের বাহারি চুড়ি আর মনের আবির মেশান গাঢ় মেহেদির রঙে আমি সাজাবো সে হাতের এপিঠ ওপিঠ।
আমার টানাপোড়নের সংসারে শুকনো মরিচে মাখা লাল আলুর ভর্তা আর পাট শাকের ঝোল রেঁধে নিজ হাতে আমাকে খাইয়ে দেবে যে হাত,
ভালোবাসার এমন একজোড়া আন্তরিক হাত চাই আমার......


বৈদ্যুতিক পাখা বিহীন আমার গোল পাতার কুঁড়েঘরে যখন মোটেও ঘুম আসবে না চৈতি রাতের ভ্যাপসা গরমে,তখন রাতভর হাতপাখার চিক চিক শব্দে আমাকে শান্তিতে ঘুম পাড়াবে যে হাত,
যে হাত আমার ঝাঁকড়া চুলে নিরলস বিলি কেটে দূর করবে আমার সকল অবসাদ।
আমার এমন এক জোড়া মায়ার হাত চাই......


প্রচণ্ড জ্বরে যখন আমার গা পুড়ে যাবার উপক্রম হবে, তখন রাতচোরা পাখি হয়ে রাতভর আমার কপালে জলপট্টি দেবে যে হাত,যে হাতে আমার মাথা তার কোলে রেখে তিন বেলা আমাকে ঔষধ খাওয়াবে শুধু আমায় ভালোবেসে,
এমন একজোড়া আদুরে হাত চাই আমার.....


যে জোড়া হাত আমার পিঠ ঘষে গোসল করাবে মাঝে মাঝে, আমার চিবুক ধরে চুল আঁচড়িয়ে পরিপাটি করে দেবে এই অগোছালো আমায়,আমার এমন একজোড়া প্রমের হাত চাই.....
খেয়ে-না খেয়ে, অক্লান্ত পরিশ্রম করে এই দিনমজুরের সংসার আগাগোড়া গুছিয়ে রাখবে যে হাত,
এমন একজোড়া দায়িত্ববান হাত চাই আমার,
শুধু একজোড়া হাত,একজোড়া মমতা মেশান হাত.......
----------------++++++++++----------------