অথচ আমারওতো দু'টো হাত আছে,
দুটো পা আছে।
মাথা আছে, চলাফেরার ক্ষমতা আছে।
বংশ বিস্তারেও সক্ষম আমি।
আমার গায়ের উপরিভাগে চামড়া আছে।
চিমটি কাটলে আমিওতো ব্যথা পাই,
আমার অনুভূতি আছে।
সুখে হাসি দুঃখ পেলে কেঁদে ফেলি।
এত সব গুণাবলি আমার।
আমিওতো দেখতে অবিকল মানুষেরই মত,
তাইনা??
অথচ আমাকে তোমার মানুষ মনে হয় না কেন?
আর কেমন মানুষ চাই তোমার?


এই দেখো..!  
আমারও দুই বাহুতে পেশী আছে।
পুরুষালি শক্তি আছে, মর্দানি ক্ষমতা আছে।
তোমাকে জাপটে ধরে বাহুর শক্তিতে
পিষে ফেলার মত যোগ্যতা আছে।
আমারওতো ঠোঁট আছে। চুমু দেয়ার বাসনা আছে।
তোমার আদরে আমিওতো কেঁপে উঠি,
আন্দোলিত হই,শিহরিত হয় আমার আপাদমস্তক।
কণ্ঠ ভারি হয়,জেগে ওঠে আমার পৌরুষ স্বত্বা।
শৃঙ্গারের ষোলকলা আমারওতো রপ্ত আছে।
তবুও আমাকে তোমার পুরুষ মনে হয় না কেন?
আর কেমন পুরুষ চাই তোমার?


চেয়ে দ্যাখো!
এই যে, এদিকে তাকাও।
আমারওতো একটা বুক আছে।
তাতে পাঁজর বেষ্টিত একটা হৃদয় আছে।
তার ভিতরে আনেক ভালোবাসা আছে,
হ্যাঁ ভালোবাসা আছে।
রাগ আছে, অনুরাগ আছে,প্রতিটি পর্বে
তোমাকে উপহার দেয়ার স্পৃহা আছে।
ভালোবেসে তোমাকে আগলে রাখার মত
দায়িত্ববোধ আছে।
সেখানে তোমার আদর বা অবহেলায়
জোয়ারভাটা হওয়ার মত একটা নদীও আছে।
তোমার সুখে সুখী, তোমার দুখে দুঃখী হওয়ার
মত একটা আত্মা আছে আমার।
অনুভূতির সকল দুয়ার উন্মুক্ত করে হৃদয়ে
গচ্ছিত সব প্রেম তোমার তরে উৎসর্গ করার
মানসিকতা আছে।
তবুও আমাকে তোমার প্রেমিক মনে হয় না কেন?
আর কেমন প্রেমিক চাই তোমার?
বলনা, আর কেমন প্রেমিক চাই?
--------+++++++---------