আমি ও আমার কবিতা
         - ইয়ামিন বসুনিয়া
**************************
কবিতা আমার পিপাসিত বুকে তৃষ্ণা কাতর রাত,
কবিতা আমার অনাহারী  পেটে ঠিক দু'মুঠো ভাত।
কবিতা আমার ভাবুক হৃদয়ে ছল করে কাছে আসা,
কবিতা আমার মনের  গহীনে  অব্যক্ত  ভালোবাসা।


কবিতা আমার বিরহী  বেলায়  সঙ্গ  দেয়ার  সাথী,
কবিতা আমার নিকষ আঁধারে আলোকিত করা বাতি।
কবিতা আমার পাষাণ হৃদয়ে বরফ জলের মতো,
কবিতা আমার আমিটাকে ভেঙে গড়ে যেন অবিরত।


কবিতা আমার রণাঙ্গনের  তুমুল  সাহসী  বীর,
কবিতা আমার জুলুমবাজের দূর্গে বিষের তীর।
কবিতা আমার জঙ্গি  মিছিলে  মুক্তিকামীর  ভাষা,
কবিতা আমার বঞ্চিত জনে হৃদয়ে জাগানো আশা।


কবিতা আমার নিপিড়ীত মনে ন্যায় বিচারের বাণী,
কবিতা আমার পথশিশুদের মুছে দেয়া যতো গ্লাণি।
কবিতা আমার ভেদাভেদ  ভাঙা  সাম্যবাদের  গান,
কবিতা আমার প্রেমিকার সাথে আজন্ম  অভিমান।


কবিতা আমার কৃষক পিতার ফসলের সোনা হাসি,
কবিতা আমার রাখালের মুখে সুর তোলা সেই বাঁশি।
কবিতা আমার শ্রমিক  ভাইয়ের  শ্রমের  ন্যায্য  দাম,
কবিতা আমার কুলি মজুরের পেটানো গায়ের ঘাম।


কবিতা আমার বিরবির করে একা-একা কথাবলা,
কবিতা আমার  সঙ্গীবিহীন  দিশাহীন পথচলা।
কবিতা আমার জ্বরের কপালে মায়াবী প্রিয়ার হাত,
কবিতা আমার নিঘুম আঁখিতে জোছনা ঝরানো রাত।


কবিতা আমার মাঝেমাঝে করে আমার সাথেই যুদ্ধ,
কবিতা আমার রাক্ষসী রূপে আমাকেই গিলে শুদ্ধ।
কবিতার সাথে মিলেমিশে থাকি, কবিতা আমার সব,
কবিতা আমার  মুখরিত  রাখে  জীবনের  কলরব।


যেদিনে আমার আপনার বলে থাকবেনা আর কেহ,
সেদিনও কবিতা পাহারায় রবে আমার নিথর দেহ।
তাইতো সমাজে বঞ্চিত হলে কবিতার কাছে আসি,
পার্থিব এক জীবনের দামে কবিতাকে ভালোবাসি।