হে প্রিয় মানুষ,
মোর আত্মার প্রতিবেশী,
যদি জীবন ক্ষয়ে যায়, শ্বাস চলে শুধু;
তবু তোমাকেই ভালোবাসি।


যদি দীপ নিভে যায় নিকষ আঁধারে ;
আঁখিদ্বয় আসে বুজে,
জীবন সায়াহ্নের সেই দুর্দিনে
তোমাকেই নেব খুঁজে।


যদি চিরচেনা পথে চকিত চরণ
কখনও হারায় পথ,
বিভীষিকা থেকে শিখা জ্বেলে নিয়ে
খুঁজবো তোমায় সেই আলো দিয়ে,
তুমি ছুঁয়ে দিলে দ্বিগুণ ছোটাব
তীর্থে যাবার রথ।


যদি অভিলাষী চোখে ঝর্ণা নামে
শেষ চিঠি পাও নীল কোন খামে
অন্তিম সেই রাতে,
প্রিয়তা আমার;
প্রেম নিও একবুক
যত পারো দিও দুখ,
তবু শেষ দেখা দিয়ে হাতখানি রেখো
তৃষিত আঁখির পাতে,
আমার মরণরাতে।
-----+++++-----