অন্তরালে "মাকাল"
      - ইয়ামিন বসুনিয়া
**************************
দেশে জনগণ আছে
বহু  মহাজন  আছে
মানুষ আছে তবে মানবতা নেই।
       স্বার্থের যাঁতাকলে
       মানবতা মরে গেছে আকালে,
      দেশটা তো ভরে গেছে মাকালে।


বহু কোটিপতি আছে
জীবনের  গতি আছে
ধন আছে তবে তার মন নেই,
      উজবুক  অমানুষ;
      পড়ে না তো কানাকড়ি ঝাকালে
      দেশটা তো ভরে গেছে মাকালে।


বড়  বড়  কলা  আছে
রঙ পাকা-গলা আছে
ঘ্রাণ আছে তবে তার স্বাদ নেই।
      থাকবে কি করে বলো?
      মরণের দাওয়া দিয়ে পাকালে,
      দেশটা তো ভরে গেছে মাকালে।


অপরূপা  নারী  আছে
বারো হাত শাড়ি আছে
রূপ আছে তবে তার লাজ নেই।
      বুঝবো কি করে বলো?
      স্বেচ্ছায় সব ভাঁজ দেখালে,
      দেশটা তো ভরে গেছে মাকালে।
       --------+++++-------