নির্ঘুম রাত।
ঘুমেরা পলাতক দীর্ঘদিন।
ফেরারী স্বপ্নের জঙ্গিমিছিলে আর
মুখরিত হয় না হৃদয়ের রাজপথ।
ক্ষয়ে যাওয়া কর্ণিয়ায় আর প্রতিবিম্বিত
হয় না আমার আরাধ্যার
চিরচেনা প্রিয়মুখ।


তবুও অবাধ্য ভাবনার কর্কশ
প্রশ্নবাণ প্রায়শই প্রকম্পিত করে
সুপ্ত ইন্দ্রিয়ের ঘুণে ধরা চৌকাঠ।
মুহুর্তেই ওলটপালট করে দেয়
আমার ভাঙন কবলিত বাস্তুভিটার
অবশিষ্ট আশ্রয়।  


চোয়ালের দাঁতে সম্পর্কের শেকড়    
কামড়ে ধরেও ভাঙন ঠেকাতে ব্যর্থ
আমি নতজানু হয়ে দ্রৌপদীর দুয়ারে
ভিক্ষে করেছি শাশ্বত প্রেম।
ভুল করেই যেন ভুল করেছি সহস্রবার।
অতঃপর;
অস্তিত্বের লড়াইয়ে পরাজিত হয়ে
তপোবনে দেখেছি তোমার নিষ্ঠুর
বিজয়োল্লাস।


অশুচি আত্মার সংস্পর্শে আজ
লক্ষ্যভ্রষ্ট প্রায় অর্জুনের অব্যর্থ সর।
ভুল পূজারীর ভ্রান্ত পুজোয় কৌলিন্য
হারাতে বসেছে ব্রাহ্মণ।
মণ্ডপে আজ শাঁখের বদলে ভায়োলিন
বাজে অহর্নিশ।  
তবুও আশীর্বাদ,
শাঁখায়-সিঁদুরে ভাল থেকো আরাধ্যা।
তোমার জন্যই শুভাশীষ একরাশ
আর আমার প্রাণান্ত আরাধনা।
-----------++++++----------