মেঘলা আকাশ,বাহিরে বৃষ্টি ঝরছে অবিরাম।
অথচ ফেটে চৌচির বুকের জমিন।
পুকুরের অব্যবহৃত বেদিতে আজ শেওলার সমারোহ।
ভালোবাসার পসরা নিয়ে ওখানে অনেকদিন বসে না কেউ।
অতীত অ্যালবামের রোমান্টিক ছবি গুলোতে পড়ে আছে ছোপ ছোপ দাগ, যার অধিকাংশই রয়েছে এখন ছত্রাকের দখলে।
বিস্মৃত স্মৃতির ঝাঁঝালো মিছিলে আর প্রকম্পিত হয় না হৃদয়ের রাজপথ।
ছানিপড়া চোখ কাঁদতে ভুলগেছে, থেমে গেছে রক্ত গঙ্গার ধাবমান স্রোত।
স্মৃতির ঘুণপোকারা সদলবলে কষ্ট দিতে ভারি ওস্তাদ।
ফেলতে দেয় না মোটে স্বস্তির নিঃশ্বাস।
চলে গেছ- যাও...,ভুলে আছ- থাকো...
কোন অভিযোগ নেই,কিছুই বলবো না।
শুধু বলবো;
চিড়িয়াখানার বয়স্ক আমগাছ আর নুয়ে পড়া ডাল,ইট পাথরে গড়া পার্কের বেঞ্চ আর চটপটি ওয়ালা,ওরা সব জানে......
জানে বালু মাখা শাদ্বল দূর্বা আর তিস্তার ঘোলা জল, জানে উষ্ণ দু'ঠোঁট আর দীঘল ললাট আর জানে স্বয়ং বিধাতা.......
আমার স্বাধীন সম্রাজ্যে নিজে সেনাপতি হয়ে স্বহস্তে যার মস্তকে পরিয়েছি সম্রাটের স্বর্ণ মুকুট। ভালোবেসে বশ্যতা স্বীকার করেছি যার।
জীবদ্দশায় তাকে কি করে ভুলি,তাকে কি ভোলা যায়??
অমন সস্তা প্রেমের পসারি নই আমি,
স্বল্প মূল্যে বিকিকিনি করি না অমূল্য কস্তুরী।
-----------+++++++++++-------------