প্রেমিক বুকে দূর আকাশে
কাটছো সুতো চাঁদের বুড়ি,
ছন্নছাড়া  খেয়াল  খুশিতে
বাউল বুকে  মারছো ছুরি।


কী অপরাধ সেই বাউলের
মারছো কেন কথার বিষে!
বাউন্ডুলে  এক  জীবনের
তপ্ত নিশ্বাস হাওয়ায় মিশে।


অন্নবিহীন  ক্ষুধার  জ্বালায়
চায়নি তো ভাগ তোমার ভাতে,
চায়নি  তোমার  পূর্ণিমা চাঁদ
জ্বালতে আলো আঁধার রাতে।


চাতক যেমন মেঘের পানে
কাতর  তাকায়  বারেবারে,
খানিক পেতে সুখের পরশ
বাউল থাকে তোমার দ্বারে।


খুব ক্ষতি  কি একটু  দিলে
প্রীতির  পরশ  সাধ্যমতো।
বাঁচুক  না  হয়  বদ্ধবাউল
হোক উপশম বুকের ক্ষত।
-------+++++------