এই যে আমি,
বেশ তো আছি আগের চেয়ে, ভালোই আছি।
এখন আমায় কেউ খোঁজে না,
কথায় কথায় ভুলবোঝে না আগের মতো।
মিথ্যে কথার পসরা নিয়ে কেউ বসে না আমার পাশে,
হরেকমালের  ফেরীওয়ালা  যেমন বসে  নরম  ঘাসে।
বুক পকেটের রক্তগোলাপ,
ঘুমের ঘোরে প্রেমের প্রলাপ আর বকি না আগের মতো।
কারো দেয়া মিথ্যে আশায় আর ভুলি না,
আর ভাসি না মেঘের ভেলায়।
আর দুলি না তার কথাতে মিথ্যে মায়ার  নাগরদোলায়।
আর ঘুরি না কারো পিছে পালিশ করার মালিশ নিয়ে।
বোকার মতো আর কাঁদি না বুকের তলে বালিশ দিয়ে।


এখন আমি আমার মতো,
দাফন করি দুঃখ যতো, বুকের ভেতর গর্ত খুঁড়ে।
এক হাবিয়া আগুন বুকে,
মরিও যদি ধুকে ধুকে, কায়দা করে থাকবো দূরে।
কে আর আছে আমার মতো,
এক জীবনে দু'বার মরে জীবদ্দশায়?
হৃৎপিণ্ডে মরণ ক্ষত,
পাথরচোখে রক্ত ঝরায় এক মানবির ভালোবাসায়।
-------++++++-------