বিশুদ্ধ প্রেম
                - ইয়ামিন বসুনিয়া
***************************
পরিপাকের জন্য নিঃসৃত জারক রস উপযুক্ত
খাদ্যের অভাবে পাকস্থলীতে যেমন ক্ষতের সৃষ্টি করে,
উপসর্গে রূপ নেয় নানান মারাত্মক রোগের।
ঠিক তেমনই তোকে ভালোবাসার জন্য আমার
মস্তিষ্ক থেকে নিঃসৃত বিশুদ্ধ প্রেম তোর উপেক্ষায়
মস্তিষ্কে বিশাল ক্ষতের সৃষ্টি করেছে,
উপসর্গে রূপ নিয়েছে এক দুরারোগ্য মরণ ব্যাধির।


এখন তুই না ডাকলেও ঘুম থেকে উঠি, কিন্তু ঘোর কাটেনা,
চোখে থাকে ঘুম।
তুই না বললেও খাই,উদর পূর্তি হয়,
তবু পেটে থাকে রাজ্যের ক্ষুধা।
তোকে কি করে বুঝাই,
আমার স্বভাবে মিশে আছে তোর আচরণ।
তুই সহ আমার রক্তে এখন চার উপাদান।


তোকে কি করে বুঝাই বল....!
তুই আমার ছানিপড়া চোখে পাওয়ারী চশমা,
তুই ছাড়া আমি অন্ধ।
সাগরের তলদেশে ডুবুরি আমি,তুই আমার
অক্সিজেন সিলিন্ডার, তুই ছাড়া আমার দম বন্ধ।
আমি কম্পাসহীন নাবিক,
আমার আকাশে তুই ধ্রুব তারা।
জীবন-মরণ যুদ্ধে এক সৈনিক আমি,
তুই আমার অস্ত্র গোলা- বারুদ সব,
তুই ছাড়া আমি মরা।


আমি বাঁচতে চাই বিশ্বাস কর।
নাইবা বাসলি ভাল,ভালোবাসার ভাণ কর,
আমি তোকে পান করে বাঁচি।
তোর বুকেই নিতে চাই বুক ভরা নিঃশ্বাস।
তবুও তোর জন্যই বরাদ্দ আমার হৃদয়ে সঞ্চিত
ভালোবাসার সবটুকু নির্যাস।
------------+++++++++-------------