কোরবানি তোর কেমনে হবে বল?
তোর বুকে যে অহংকারের ঢল।
তোর মনে যে হিংসা বেঁধে বাসা,
লোক দেখানোই তোর মনেরই আশা।


বলবে সবাই মিয়ার বেটা মিয়া
কিনছে গরু দেখ সবাই গিয়া,
হাটের সেরা, লক্ষ টাকা দাম
সবার মুখেই মিয়ার বেটার নাম।


ওরে বেকুব, ওরে পালের গোদা
রক্ত-মাংস চায়না আমার খোদা।
আল্লাহ যাচেন খাঁটি পরহেজগারী
রূপ দেখে না,নয়তো দালান বাড়ি।


কিপটামীকে আজকে দূরে রাখ
গরীব দুখীর দে'না সঠিক ভাগ।
দেখনা দ্বারে ফকির অন্ন খোঁজে
করনা শরিক আজকে ভুঁড়িভোজে!


পশু জবাই করার আগে ভাই
পশুত্বটা জবাই করা চাই।
খোদার রহম পেতেই যদি চাস
তাকাব্বরি করতে হবে নাশ।


কোরবানি কর প্রিয় বুকের ধন
যা ভুলে যা তুই যে মহাজন।
মনুষ্যত্বের হয় তুলনা কভু?
জানিস জানি,বলে গেলাম তবু।
-------+++++++--------