কি চেয়েছি?
একটা চুমু! খুব বেশি কি, আহামরি?
তাতেই বুঝি শুনতে হল,
নষ্ট মাথার দুষ্ট কবি?
লাভ কি চেয়ে,লাজ শরমের মাথা খেয়ে!
চরিত্রহীন....


হায় ভগবান....
যারা ভর্তি গুদাম মজুদ রেখে গরীব দুঃখির রক্ত চুষে,
খুব দাপটে থাকার লাগি দুই পকেটে গুণ্ডা পুষে।
দালান ঘরে বাঁশের চটা,
প্রশ্ন ফাঁসে লাগায় ঘটা, কারা ওরা?
ওরাই বুঝি শিষ্ট দারুণ আমার চেয়ে?


দেবীর মত বাংলা মা কে ল্যাংটা করে স্বার্থ পূজায়,
চার বছরের আগের মরা কবর থেকে ভোট দিয়ে যায়।
কার হুকুমে বর্ডার খোলে,
মহাসড়কে চান্দা তোলে,কারা ওরা?
ওরাই বুঝি অনেক লাজুক আমার চেয়ে?


নিরাপত্তার সেবক যারা পোশাক পরে, অস্ত্রধারী,
তারাই আসে টাকার লোভে, চুঙি তোলে বেশ্যাবাড়ি।
যারা পেটের ক্ষুধায় শরীর বেঁচে নিত্য রাতে,
বিনা টাকায় খায়েস মিটায় তাদের সাথে,কারা ওরা?
ওরাই বুঝি চরিত্রবান আমার চেয়ে?


আচ্ছা বাবা,না দিস যদি আপত্তি নেই,
সাজবি না আর অমন করে,
তোর গোলাপ গালে মায়ার টোলে,
মনটা আমার নিত্য মরে।
প্রহসনের প্রেম বেঁচি না,ভালোবাসি।
হাসিস কেন?
        মনের দামে হলুদ খামে,
        দরখাস্ত থাকলো জমা।
        খবর জানাস ফেরত ডাকে,
        পারিস যদি করিস ক্ষমা।
        ভাল থাকিস।
---------++++++----------