রাত-দিন করি কাম
    গতরেতে ঝরে ঘাম
         আমাদের ঘামে বড় গন্ধ।
যদিও বা যাই মারা
     বিধাতার দ্বার ছাড়া
           সব দ্বার থাকে যেনো বন্ধ।


দিন আনি দিন খাই
     গায়ে জুতা-জামা নাই
            তবু যেন নেই কোন দুঃখ।
জীবনের দিনগুণি
     নই চোরা নই খুনি
          সৎপথে বাঁচাটাই মুখ্য।


তোমাদের বাড়ি-গাড়ি
      থুথু  দেই, ঘৃণা  করি
            অন্যায় পথে গড়া রাজ্য।
যাকে তুমি পূজা করো
     যার লাগি বাঁচো-মরো
           আমাদের কাছে সেটা বর্জ্য।


তুমি  যতো বড়  হও
     আসলেই  সুখী  নও
          সুখ কভু থাকে না তো বিত্তে।
জাল জুয়াচুরি করো
      সুখটাকে খুঁজে মরো
           সুখ  থাকে  ধবধবে  চিত্তে।

শোন্ ওরে  অমানুষ
      কবে তোর হবে হুঁশ?
            অর্থের মোহে আছো অন্ধ।
এখনও সময় আছে
     ভেবে দেখো আগে-পিছে
           লাভ নেই চোখ হলে বন্ধ।
           -------+++++------