দেখে নিও
                  - ইয়ামিন বসুনিয়া


তুমি যদি হও সাঁঝের আকাশ,
তবে আমি তোমার লালিমা হব।
নিজের রঙের আবির দিয়ে তোমার গতর রাঙিয়ে দেব।
যা আছে মোর সবটা দিয়ে বিনিময়ে সুখটা নেব,
আস্থা রেখ....


আর যদি হও মেঘলা আকাশ বাদলা দিনে,
রঙধনুটা আমিই হব নিজের গুণে।
এফোঁড়-ওফোঁড় দুইটা জীবন রাখব বেঁধে বিনিসুতোয়,
আমায় ছেড়ে কথায় কথায়-যাও কি করে মিথ্যে ছুতোয়,
দেখে নেব.....


নয় যদি হও ফুলের রাণী,শিশির স্নাত পৌষী রাতে,
আমি তবে তার সুবাস হব, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রবো,
নীলভ্রমরা যেমন মাতে,
তেমন করে.....


আর যদি হও বহতা নদী,চলবে সমুখ নিরবধি-জমিন খুঁড়ে,
তবে আমি তোমার ঢেউ হব গো,
গতি দেব-ছন্দ দেব,অদিন- সুদিন সঙ্গে রবো নির্ভাবনায়,
রাখব তোমায় হৃদয় জুড়ে,
ভালোবেসে.....


যদি দৈবৎ মরণ আসে কালের স্রোতে,
আমি সেদিন তোমার কবর হব, বুকের গর্ভে জায়গা দেব,
করবো শোষণ পঙ্কিলতা নিজের গায়ে।
একান্ত ঠিক আমার করে,জড়িয়ে নেব বুকের ঘরে,
কেউ পাবেনা দেখতে তোমায়,অনন্ত কাল আমার রবে।
দেখে নিও......
-----------------++++++++--------------