তোমার এখন সুদিন চলে
নিকট দূরের  সবাই বলে
     তোমার  মধু  মাস।
আমার জীবন কষ্টে কাটে
বুকের জমিন খরায় ফাটে
    গজায় না আর ঘাস।


তোমার সময় কাটছে ভাল
সকল সময় বিলায় আলো
      পূর্ণিমারই   চাঁদ।
একটা সাগর আমার বুকে
বৈরী  হাওয়ায়  ধুকে  ধুকে
     ভাঙছে বুকের বাঁধ।


তোমার  যারা  ঘনিষ্ঠ  জন
যাদের পেয়ে  আনন্দে মন
     কাটছে  সময় বেশ।
আমার এখন ফেরার পালা
আর সহে না বিষের  জ্বালা
     হয়তো  সময়  শেষ।


ভাঙবে তোমার ভুলের রাশি
বাজবে  তখন প্রেমের  বাঁশি
     হয়তো  করুণ  সুরে।
আমায়  তখন খুঁজবে  তুমি
হয়তো তখন থাকবো আমি
     যোজন যোজন দূরে।
     -----++++++----