যেমন করে তারাখসা...
হঠাৎ ছোটে তুমুল বেগে মরার নেশায়,
সময় হলে।
কেউ খোঁজে কী, কোন তারাটা কোথায় গেলো?
কোনো মানুষ নয়তো ধরো সৌরজগত?
কেউ খোঁজে না কয়টা তারার মরণ হলো...!


যেমন করে বরফ গলে,
মিশছে নদী সাগর জলে, সময় স্রোতে।
তোমরা তাকে ঝর্ণা বলো, উপভোগ্য।
সবিষ্ময়ে তাকিয়ে থাকো জলের ধাওয়া,
পাহাড় কিবা অন্তরিক্ষ কেউ খোঁজে না,
কেউ খোঁজে না বরফগুলোর হারিয়ে যাওয়া...!


যেমন করে সাঁঝমালতি,
হারিয়ে গেলে দিনের আলো অস্তরাগে, তখন জাগে।
রূপ-সুরভি জগৎ মাতায়।
ছিন্ন করে মায়ার চাদর রাতের আদর,
প্রত্যুষে সে ধূলায় লুটায় যথাতথা,
ফোটার আগেই দিনের আলো।
কেউ লেখে না হিসেব খাতায় সেই মালতির আত্মকথা।


ঠিক তেমনই,
এই প্রকৃতির রঙ্গশালায় আমি একটা সংখ্যা কেবল।
হারিয়ে গেলে কার কী আসে?
এখন আমার ডাইনে-বাঁয়ে সহযোদ্ধার কফিন দেখি,
গোরস্থানের সুবাস মাখি ভেতর-বাহির।
মনটা এখন ভীষণ বলে,
নাম লিখাবো লাশের দলে, হঠাৎ করে।
এই কথাটাই ভীষণ ভাবায়, হারিয়ে যাবো,
এই করোনার মরণ থাবায়।
সুহৃদ-স্বজন,
দুঃখ ভুলে ক্ষমা করো, শেষের ক্ষমা।
-----------+++++---------