ইচ্ছে করে তোর আকাশের সূর্য হবো,
নিয়ন্ত্রণহীন কক্ষপথে যোজন যোজন পথ মাড়াবো।
জমুক যতোই আঁধার কালো
জ্বলবো নিজে জ্বালবো আলো,
তবুও তোকে পথ দেখাবো দিনের আলোয়;আস্থা রাখিস।


মন বলে তোর রান্না ঘরের চুলো হবো
যেখানে তুই ব্যস্ত থাকিস অধিক সময়,
অজান্তে তোর সঙ্গ নেবো।
ইচ্ছে না হয় অনিচ্ছাতে,জ্বালবি আগুন আমার গা'তে,
অবহেলায় পোড়ার চেয়ে এটাই ভালো;ভালো থাকিস।


স্বাদ জাগে তোর হৃদয় নদের দু'কূল হতে,
রাখবো বেঁধে উচ্ছ্বসিত সুখগুলো তোর,
না যায় দূরে জীবন থেকে।
না আসে ফের দুখের ভেলা,বাহির থেকে সাঁঝের বেলা,
বেড়ি বাঁধে করবো আটক-জীবন দিয়ে; মনে রাখিস।


শেষ ইচ্ছে;তোর জায়নামাজ আর তসবি হবো,
একাগ্র তোর ইবাদতে বুকের জমিন বিছিয়ে দিবো।
ঘরে সুখের পুষ্প ফুটুক,আবাসটা তোর স্বর্গে জুটুক,
বিনিময়ে চাই না কিছুই,একটু খানি ভালোবাসিস।
-----------+++++++++++++-----------