পুলিশের বেশধারী আছে কিছু গুণ্ডা
লাইসেন্স ছাড়া চড়ে নামি-দামি হুণ্ডা
            ক্ষুধা পেলে ঘুষ খায়;
            সেবকের  গান  গায়;
            মামাদের ছায়া তলে;
            বেঁচে  যায়  দলেবলে;
স্বার্থের   টানে  করে  পথ- ঘাট  বন্ধ
তারা  ভাবে জনগণ  সকলেই  অন্ধ।


সমাজের মাথা যারা, দেখে ভালো মন্দ,
জনতার  সাথে তার  কেন  এতো দ্বন্দ্ব?
            রাজা কিবা মহারাজ;
            অনেকেই  চাঁদাবাজ;
            বিবেকের ঘরে তালা;
            তবু জোটে ফুলমালা;
কী দেবে জবাব তুমি, দেখাবে কি যুক্তি?
অভাগা এ  জাতিটার  কবে  হবে  মুক্তি?