জোয়ার ভাটা হয় যে নদে
     চাঁদের সাথে মিলে,
হয়না  কভু  জোয়ার  ভাটা
     শান্ত ঝিলের জলে।


সাগরবেলায় জোয়ার ভাটায়
       ঊর্মি যখন দোলে,
   মন   হরষে  পর্যটকের
       দুঃখ রাশি ভোলে।


তিস্তা নদীর জোয়ার ভাটা
       ফারাক্কারই দান,
ইচ্ছে  হলেই  দেয়  ভাসিয়ে
       নাব্য  নদে  বান।


জন  জোয়ার গণ  জোয়ার
       হরেক রকম নাম,
সব  জোয়ারের  অন্তরালে
      পকেট ভরাই কাম।


চামচা গুলোর জীবন জোয়ার
     নেতার কথায় আজ,
হঠাৎ  করেই  আঙুল  ফুলে
        হচ্ছে কলা গাছ।


জীবন গাড়ি চলছে যেমন
   চলছে জোয়ার ভাটা,
কর্তা  বাবু  চালায়  যেমন
   আমরা বলির পাঠা।
------+++++-------