জনসেবায় আত্মনিয়োগ
     করতে যদি চান,
সবার আগে করতে হবে
       স্বার্থ বলিদান।


জনসেবা  করতে  এসে
  করছে রিলিফ চুরি,
গরীব দুঃখী শুকিয়ে মরে
    নেতার বাড়ে ভুঁড়ি।


জনগণের ভাত জোটে না
      পরনে নাই বস্ত্র,
নেতা কেনেন বাড়ি-গাড়ি
     আরও কত অস্ত্র।


মানুষ হয়েও  অপর জনে
     হিত যদি না করে,
আল্লাহ তাহার হিত করে না
    দেখুন কোরান পড়ে।


জনসেবার মতো মহৎ
  কাজতো কোনো নাই,
সবাই মিলে এমন কাজের
      দীক্ষা নেওয়া চাই।
-------+++++-------