বোশেখ মাসে ঝড়ের দিনে
     লাগতো গাঁয়ে মেলা,
সাপের খেলা দেখতে গিয়ে
     গড়িয়ে যেত বেলা।


মেলায়  গিয়ে নিতাম কিনে
     মাটির পুতুল, বাঁশি,
ভাই  বোনেরা  সবার মুখেই
    থাকতো লেগে হাসি।


মেলায়  খেতাম  মোয়া-মুড়ি
    খেতাম পাপড় ভাজা,
মায়ের  লাগি নিতেম  কিনে
     গরম তিলের খাজা।


বুবুর  জন্য  বাতাশা আর
     রঙিন কাঁচের চুড়ি,
আমার  জন্য নিতেই  হবে
     একটা নাটাই-ঘুড়ি।


জারি সারি গানের  আসর
       লাঠি খেলার ধুম,
গুনাই  বিবির  যাত্রা পালা
     কাড়তো রাতের ঘুম।


দেখতে যেতাম বানর খেলা
      চড়তে নাগরদোলা,
ছোট্ট  বেলার  সে সব স্মৃতি
     যায় না কভু ভোলা।
    -----++++-----