অমন  করে  টানিস  কেন
বুকের মাঝে হানিস যেনো,
এমন করা  মোটেও  উচিৎ নয়,
আমার শুধুই মন হারাবার ভয়।


উপর দেখে যায়না বোঝা
বাঁকা নাকি সরল-সোজা,
ভেতর বাহির সবার দেখায় সাদা
ছিটেফোঁটা নেই তো কোনো কাদা।


ছোট্ট বেলার জানুর মতো
আদর করে বলতো কতো,
আমিই নাকি  তার জীবনের সব
স্বাক্ষী সূরুজ, জানেন মহান রব।


জানু এখন অনেক সুখে
অন্যকারো  রোমশ বুকে,
সব ভুলেছে, লক্ষ্মী সোনা মনা
আমি  এখন  শুধুই  আবর্জনা।


তাইতো বলি  থাকিস দূরে
ডাকিস না আর অন্য সুরে,
ছলচাতুরী  হজম  হবার  নয়
আমার শুধুই মন হারাবার ভয়।
--------+++++-------