কতদিন হয়না দেখা সুনয়না,
কতদিন হয়না রাখা ঐ চোখে চোখ।
হয়না দেখা কতদিন আষ্টদশী নীড়নয়নার
অপরূপ শোভা অপলক।
কতদিন হয়না স্নান তোমার ঐ চোখ নামের
জোড়া সরোবরে।
কতদিন হয়না হাঁটা ঐ দীঘল সিঁথীর সরু পথ ধরে।


আদুরে আশ্বিনের তুলতুলে কাশফুল আর ঝরা শিউলিরর
উগ্র আবেদন,রুপান্তরিত হয়েছ কালবোশেখির কড়াল ছোবলে।
শরতের শুভ্র খন্ড মেঘ আজন্ম বৈরীতায় গ্রাস করে জীবনের
সবটুকু সোনা রোদ।
চৈত্রের দাবদাহে ফেটে চৌচির বুভুক্ষ হৃদয়।
তোমার প্রেমাসক্তিতে সিক্ত হবার আজন্ম বাসনায় অপলকে চেয়ে থাকি,
তৃষ্ণার্ত চাতক আমি,সুদূর সীমানায়।


আহা!নপুংসক নির্জলা মেঘ শুধুই গর্জে,বর্ষে না।          
ফটিক জল-ফটিক জল,আর্তের চিৎকার করো কর্ণ কুহরে পৌঁছে না।


তুমি আজ প্রশিক্ষিতা নাটকী, আমি তোমার মন্ত্রমুগ্ধ শিষ্য।
আজো অজানা,কবে মঞ্চায়িত হবে তোমার প্রেম নাটকের
শেষ অংকের শেষ দৃশ্য।
-------------+++++++-----------