প্যাঁচ মারা ভাল বটে
অতিশয় ভাল নয়,
আধিক মারলে প্যাঁচ
মাঝে মাঝে ধরা খায়।
        সাদা মনে চলে যারা
        বোঝেনাতো অত প্যাঁচ।
        দুষ্টুর প্যাঁচে পড়ে,
        করে তার জান শ্যাষ।
প্যাঁচ মারে যারা, তারা
গড়ে রাম রাজ্য,
অতিশয় বোকা যারা
করে শুধু সহ্য।
        প্যাঁচ মারা লোকগুলো
         মাঝে মাঝে ধরা খায়,
         নিজের প্যাঁচেই নিজে
         প্যাঁচ খেয়ে মারা যায়।
তাই বলি কথা শুন
প্যাঁচ ট্যাচ ছেড়ে দাও,
ভালোদের সাথে থেকে
যত পার ভালো হও।
-----+++++------