এই  মরেছি, শুনরে  সবাই
পাগলিটা কি বলে!
ভালো তোকে না বাসলে কি
একটা দিনও চলে?


সারাদিনেই  ভালোভাসি
আবার যখন শুই,
বুকের সাথে লেপ্টে থাকা
পাগলিটা যে তুই।


দিন কি রাতে যেথায় থাকি
অফিস কি বা কাজে,
তুই  তো  থাকিস  রক্তরসে
হাজার কাজের মাঝে।


জ্বরের  ভেতর  জলপট্টি
লাগবে না রে দিতে,
উষ্ণ ঠোঁটে  ললাট ছুঁলেই
জ্বরকে নেবো জিতে।


হৃৎপিণ্ডের  প্রতি  খোপে
তোরই আনাগোনা,
যে কথাটা  বাহির থেকে
যায় না কভু শোনা।


থাকবি আছিস, বলছি তোকে
বুকটা আমার তোর,
পরখ  করিস  যখন  তখন
রাত্রি কিবা ভোর।
----++++----