প্রবাসীর আর্তনাদ
                   - ইয়ামিন বসুনিয়া
***************************
শিক্ষিত সব বেকার যত স্বপ্ন দেখি প্রবাস,
সবাই ভাবি প্রবাস বুঝি সকল সুখের আবাস।
বেচে সবাই বাপের ভিটা বেচে টিনের বাড়ি,
মা-বাবা আর বউকে ছেড়ে বিদেশ জমাই পাড়ি।


প্রতারণার স্বীকার হয়ে পাইনা কোথাও কাজ,
চোখের জলে বালিশ ভেজে মাথায় পড়ে বাজ।
দিনের বেলায় কুলি আমি রাতে বাসন মাজি,
নিকট জনের সুখের লাগি রাখছি জীবন বাজি।


মায়ের আদর বাবার স্নেহ বউয়ের ভালোবাসা,
সবার প্রীতি তুচ্ছ করি চোখে রঙিন  আশা।
প্রবাসতো নয় জিম্মি থাকা প্রেমের বিসর্জন,
আপনজনের জন্য কেবল পোড়ায় শুধু মন।


সারাদিনের কর্ম শেষে মাঝরাতে হয় ছুটি,
পরের দিনে কাজে যেতে সাত সকালে উঠি,
বাড়ি থেকে আসছে খবর মায়ের অসুখ ভারি,
জলদি করে টাকা পাঠাও আর করো না দেরী।


রোদে পুড়ে ভুখা থেকে দেশে পাঠাই টাকা,
আমার টাকায় সচল থাকে অর্থনীতির চাকা।
নিজে বাঁচি,দেশকে বাঁচাই যতই ঝরাই ঘাম,
শ্রমিক বলে এই আমাকে দেয় না কেহ দাম।


সুখের আশায় বিদেশ এলাম,নাই এখানে সুখ,
চোখ বুঝলেই দেখি শুধু প্রিয়জনের মুখ।
ভাই-বোন আর নিকট জনের বায়না শত-শত
ছেলে বলে বাজান আমার পায় যে বেতন কত!


কেমন করে বলি তাদের,তোর বাবা যে কুলি,
প্রশংসা আর শিক্ষা-সনদ সব রেখেছি তুলি।
তারচে ভাল দেশটা নিজের, নিজের হাতেই গড়ি,
দেশেই থাকি মায়ের ছেলে,মায়ের কোলেই মরি।
----------++++++--------