করোনার কাছে করুণা চেয়ো না,
চেয়ো নাকো ক্ষমাভিক্ষা,
চাও যতোকিছু মালিকের কাছে,
রসুলে(সাঃ) দিলেন শিক্ষা।


করোনা তোমারে কী বা করে ক্ষতি,
আছে কী এমন শক্তি?
করোনারে যিনি পাঠালেন ভবে
করো সে মা'বুদে ভক্তি।


আগুনের মাঝে দিবানিশি জ্বলে
পোড়েনি ইব্রাহিম (আঃ),
যে দিলো শান্তি আগুনের মাঝে  
তিনি সে মহামহিম।


মরেনি তো কূপে, মাছের উদরে
রবের দু'জন নবী,
যে আছে স্রষ্টা আল্লাহ মহান
তার কৃপা হলো সবই।


যে পথে মুছা'র(আঃ),অনুসারীগণ
পার হলো নীলনদ,
সে পথের মাঝে লস্করসহ
ফেরাউন হলো বধ।


তাঁরই ইশারায় জীবন-মরণ
নদী ছোটে অবিরত,
এমন প্রমাণ আল কোরআনে
রয়ে গেছে শতশত।


ওহে নাস্তিক;
সৃষ্টিকে  নয়  স্রষ্টার  দ্বারে
শির করো অবনত,
নিজহাতে গড়া পুতুলের পায়ে
ভক্তি ঢালবে কতো?


এসো ভাই-বোন, আল্লাহর কাছে
চাই আজ পরিত্রাণ,
উঠাবেন তবে  বালা-মুসিবত
বাঁচিয়ে দেবেন প্রাণ।