চোখ নাকি কথা বলে
কলে নাকি ছলেবলে
জানে না তো কেউ কোন তত্ত্ব।
কী করে জানবে লোকে
কী যে আছে সেই চোখে
বিধাতার  কাছে  যার  সত্ত্ব।


চোখ নাকি টানাটানা
সকলের আছে জানা
কী গভীর সে চোখের  দৃষ্টি ।
যতো খোঁজো গুরুকথা
মিলবে  না  যথাতথা
অবশেষে  ভাব  হবে  সৃষ্টি।


চোখ আছে সাদা লাল
কারও চোখ বেসামাল
কারও চোখ যেনো বাজপক্ষী।
কারও চোখ দেয় শিস
কারও চোখে আছে বিষ
কারও  চোখ  যেনো  মধুমক্ষী।


চোখ নাকি জোড়াঝিল
হরিণীর    সাথে    মিল
যে চোখের মাঝে ফোটে পদ্ম।
চোখ   দু'টি  মনচোর  
সাঁঝ থেকে রাতভোর
চোখ নিয়ে  লিখে কতো গদ্য।


লাইনার   মাশকারা
কাজলের  আস্কারা
চোখ জানে কতো সাজসজ্জা।
আইল্যাশ   রংকরা
সাদা-কালো লেন্স পরা
ঢেকে  দেয়  সব  লাজলজ্জা।


চোখ যে  পাখির  নীড়
ভালোবাসা  করে ভীড়
চোখ জানে  কতো  শত রঙ্গ।
কারো চোখ ভাসাভাসা
প্রনয়ের  কতো   আশা
সাধকের  ধ্যান  করে  ভঙ্গ।


বাঁকা চোখে  ইশারায়
জান-মাল খোয়া যায়
কেউ  হয়  আজীবন  নিঃস্ব।
মায়াভরা চোখ দিয়ে
সবকিছু  যায়  নিয়ে
মায়াবিনী  জয়  করে  বিশ্ব।


চোখ নিয়ে কতো কথা
খুঁজে  তার  গভীরতা
কতোজনে ডুবে গ্যাছে জ্যান্ত।
তবু  তার  নেই  শেষ
শেষ হয়েও থাকে রেশ
ভালো  তাই  হয়ে  যাই ক্ষান্ত।
-------+++++--------