তাহার সাথে কিসের কথা
                        কিসের আলাপন,
    দিন কি রাতে সাঁঝ প্রভাতে
                        করব কেন ফোন?


    কিসের এত চেয়ে থাকা
                      কিসের প্রতিক্ষায়,
    ভাসছি মিছে সুখ সাগরে
                    রংগীন পালের নায়?


     যে রমনীর রাংগা চরণ
                 বাড়ায় বুকে রক্ত ক্ষরণ,
     অষ্ট প্রহর তার লাগিয়া
                   পুড়ছে কেন মন?


    এমন কেন প্রেমের ধরন
            মানছে না সে কোন বারন,
     বালির মাঝে সৌধ গড়ার
                   করছি কেন পণ?


     যে জন হৃদয় হরন করি
               অপর কূলে ভিড়ায় তরী,
      মিছে কেন তার লাগিয়া
                  রাখছি বাজি জান?


      নিদ্রা কিবা জাগরণে
                    নয়ত হঠাৎ আনমনে,
       ভাবনা তাহার ব্যস্ত কেন
                     রাখছে সারাক্ষণ?


      ইন্দ্রীয় মোর বিকল আজি
            করছেনা সে কোন কাজ'ই,
      তার বিহনে মুহুর্ত কাল
                 যাপন করা দ্বায়।


      তাইতো আজি দু'চোখ বুঁঝি
                পাষাণ বুকে শান্তি খুঁজি,
      মিলবে কি হায় একটু দরদ
                    এক চিলতে ঠাঁই?


     সে কি আমায় করবে আদর
            রাখবে বুকে জড়িয়ে চাদর,
     সোহাগ করে ঘুম পাড়াবে
                  উদাসী বনের বায়?


      যাকে নিয়ে প্রশ্ন এত
                     সেই রমনী কে?
      সকল কথার সহজ জবাব
                     আমার "জানু"সে।।