তোমার ভেতর সাঁতার কাটা
তোমার ভেতর ডুব,
তোমার ভেতর সব কোলাহল
তোমার মাঝেই চুপ।


তোমার সাথেই মান-অভিমান
তোমার সাথেই রাগ,
নিটোল মায়ার একটা হৃদয়
তোমার সাথেই ভাগ।


তোমার পথেই মৌন মিছিল
তোমার সাথেই ক্ষোভ,
এক মোলায়েম বুকের ভেতর
তোমায় ছোঁবার লোভ।


আবেশ মাখা রাতের শেষে
হয় সোহাগী ভোর,
বুকের ভেতর তোমার আবাস
আর কেটে না ঘোর।


স্বপ্নগুলো মেলছে ডানা
লাগছে ভীষণ সুখ,
উথাল বুকে দিচ্ছে উঁকি
সেই তুমিটার মুখ।