আকাশটা আজ গোমড়ামুখে
কাঁদছে   কেবল   অবিরত,
মেঘের নিকট বায়না যে তার
লাগবে   কদম  কয়েক  শত।


দোলনচাঁপাও খুব  প্রয়োজন
অগুণতি ফুল, কয়েক কোটি,
লাল দোপাটির পাপড়ি  দিয়ে
বিজলি  ফিতায় বাঁধবে ঝুটি।


মেঘ শুধালো, আকাশ মানিক
এবার  না হয়  খানিক  থামো,
না যদি পাও  তোমার  চাওয়া
তখন   নাহয়  আবার  নেমো।


নেইকো কোথাও সুরুজ মামা
ভুললো  আকাশ মুচকি হাসি,
তাই  আকাশের  ঝুম  কান্নায়
ফুলের  বাগান  রইলো ভাসি।


ফুল না  পাওয়ায়  ছিঁচকাঁদুনে
চোখের  জলে  জগৎ  মাতায়,
তাই অবিরাম ঝরছে  আকাশ
শাল-পিয়ালের পাতায় পাতায়।
--------++++++-------