আজকে আমার মন ভালো নেই,
লাগছে যেন ভীষণ একা,
ভুল করে ফের ভুল করেছি,
আবার কেন করলে দেখা?


প্রেমের খুনে হাত রাঙিয়ে
বেশ তো ছিলে আমায় ভুলে,
আবার কেন ঢিল ছুঁড়েছো
কাজলা দিঘির শান্ত জলে?


পরম সুখের নীলাভ আঁচল
নীল বেদনার হাতছানি দেয়,
মোর জীবনের একমুঠো সুখ,
ভাসিয়ে দিলে দুখের খেয়ায়।


গন্ধ বিহীন হাসনা হেনা
পূর্ণিমা চাঁদ বেজায় ফিকে,
এমন করেই যাচ্ছে ক্ষয়ে,
জ্বলছে জীবন ধিকে ধিকে।


মেঠো মায়ায় মন টানে না
কেউ জানেনা ঘাটতি কিসে,
বৈদ্য, ওঝা করবে কি আর,
দাওয়াই যখন মরণ বিষে।


সন্ধ্যাতারা,সান্ধ্য-প্রদীপ
ভ্রান্ত প্রীতির মিথ্যে টানে,
অমৌসুমে বাসন্তী রাগ
গায় না কোকিল মনের বনে।


বুকের মাঝে ব্যথার পাহাড়
জমাট বাঁধা নিকষ কালো,
তুমিময়তার বিহ্বলতা
অন্তরালে দিচ্ছে আলো।


আমি না হয় ভুল করেছি
সুখের দামে দুঃখ কিনে,
দখিন হাওয়া দোহাই তোমার
দাওনা সখির গন্ধ এনে।


ভুল পুজারির ভ্রান্ত পুজোয়
ভেজাল খাঁটি ক'জন যাচে!
তোমার আমি তেমনই বাঁচি,
সন্ন্যাসীরা যেমন বাঁচে।।
-----++++++++--------