তুমি হাসলেই;
হেসে ওঠে যেন নিকস আঁধারে চাঁদ,
চোখের পলকে দূর হয়ে যায়
বাঁধভাঙ্গা অবসাদ।


তুমি হাসলেই;
চোখের তারায় স্বপ্নেরা করে ভীড়,
সহসাই যেন উছলিয়া ওঠে
হৃদয় নদের তীর।


তুমি হাসলেই;
অবিরাম ছোটে চটুল ঝর্ণা ধারা,
স্বপ্ন বিলাসী মনের ময়ুর
প্রেমে হয় মাতোয়ারা।


তুমি হাসলেই;
হাসে অনুভুতি, ছোঁয় না কখনও দুখে,
শিশুর মতন সব ভুলে যাই
দেখি যদি হাসিমুখে।


তুমি হাসলেই;
বিপ্লব ঘটে, কেঁপে ওঠে মনভূমি,
গভীর মননে যাকে খুঁজে পাই,
তুমি আর শুধু তুমি।


তুমি হাসলেই;
কতো কি যে ঘটে, জানো না তো প্রিয়তমা,
তাই তো রেখেছি সবটুকু প্রেম
তোমার হৃদয়ে জমা।


----