ভাবনার আকাশে আজ যেন মেঘের ঘনঘটা।
বজ্রের সাথে সখ্যতা গড়ে অমৌসুমী
বৈরি বাতাস।
রাক্ষসী মেঘ আজন্ম শত্রুতায় গোগ্রাসে
গিলে পূর্ণিমা চাঁদ।
নিকষ অন্ধকারে নিমিষেই নিমজ্জিত হয়
আমার আপাদমস্তক।
নিথর আমার অনড় অবস্থান খোলা জানালায়।


অচিরেই শুরু হয় ঝড়,অঝোর বৃষ্টি অবিরাম।
জানালার কপাট সজোরে ঝাঁপটায় মাতাল
বাতাস।
ঝাঁপটা বৃষ্টিতে আমার কপাল ভিজে,
কপোল ভিজে, উর্ধাঙ্গ ভিজে শেষ।
শুধু ভিজে না আমার তৃষিত হৃদয়।


বাইরে মেঘের বিলাসী গর্জন, ঝড়ের তান্ডব,
বজ্রের বিকট শব্দে প্রকম্পিত পৃথিবী।
আশ্রয় খোঁজে পাখি,পিপীলিকা,আমি অকুতোভয়........
চমকিত বিজলির অত্যুজ্জ্বল রশ্মিতে তোমার মায়াময় মুখ স্পষ্ট দেখে আমার নির্লিপ্ত দৃষ্টি।
আমার সজাগ কর্ণ জলের নির্ঝরতায়
তোমার হাসির শব্দ শুনে,
আহা!কি উপভোগ্য.....


বাদুর ভেজা বৃষ্টির জল আমার মাথা
চুইয়ে গন্ডদেশে গড়ায়,
শীতল-শান্ত অবয়ব।
অথচ অন্তর ওমে ভরপুর, তোমার উষ্ণতায়।
আমার তুমিময় এ জীবনে এভাবেই
যাপিত হয় নিশ্ছিদ্র ভাবনার বিনিদ্র বিভাবরী...
-------------+++++++++-------------