বুকের ভেতর আগলে রাখা জীবন্ত ভিসুভিয়াসটা
তুমি ছুঁয়ে দিলেই হয়ে যায় মিরাকল গার্ডেন।
যার বাহাত্তর হাজার বর্গমিটারে আজন্মকালের
স্তুপীকৃত বিষাক্ত লাভা মূহুর্তেই পরিণত হয়
পঁয়তাল্লিশ মিলিয়ন রকমারি ফুলে।


তোমার ঠোঁটের উষ্ণতায় প্রাণ পায় আমার
প্রাণহীন নিথর দেহ।
আমি মরে গিয়ে বেঁচে উঠি পুনর্বার, ভেঙে দিয়ে
অলৌকিকতার সকল পৌরাণিক ইতিহাস।


আঙুলের ইশারায় নাব্যতা পায় গলিত আইরিশের
খরস্রোতা সালউইন।
তৃষ্ণা কাতর মরুময় বুকে তৈরি করে
সুশোভিত মরুদ্দান, যদি হাতে রাখো হাত।
চোখে চোখ রাখলেই অভিমানের হিমাদ্রি গলে
হিমবাহ হয়,
ছুঁয়ে দিলেই নুয়ে পড়ে আমার সামর্থ্য পৌরুষ।


যদি সব ভুলে করতলে তুলে নাও পাথুরে চিবুক,
আমি আমিত্ব ভুলে দ্রবীভূত হই তুমিময় দ্রবণে।
অদ্যাবধি তুমিই তো উৎকৃষ্ট দ্রাবক আমার....
--------++++++---------
পুনশ্চঃ
মিরাকল গার্ডেনঃ পৃথিবীর তৃতীয় বৃহত্তম ও সুন্দর বাগান যা দুবাইতে অবস্থিত।
সালউইনঃ এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী।