এমন  দেখা  না  হওয়াটাই  বেশ ছিল,
ফাগুন কালের  এটাই বুঝি শেষ ছিল!
লাগলো দোলা ফুরিয়ে যাওয়া যৌবনে,
তোমার  মায়ায়  ফুটলো  কলি মৌবনে।
গভীর  চোখে কাজল দিঘির রূপ ঝরে।
চুলের  মেঘে  আমার  ভাসায় খুব  করে।
হৃদয়  নদের দু'কূল  ছেপে  বান  আসে,
মন আকাশে  আজান্তে এক চাঁদ হাসে।
গুন্ গুন্  গান  মৌমাছি  গায়  মৌচাকে,
হাতছানি দেয় নিটোল মায়া কোন ফাঁকে।
আজকে কেন ফাগুন হাওয়া দেয় দোলা!
কোন  আবেশে  মনটা হলো  পথ ভোলা?
কোন সে  মায়ায়  ছুটছি শুধুই আলপথে,
মনটাকে  আজ  হারিয়ে খুঁজি মাঝপথে।
বুকের  ভেতর  এক  অজানা সুর বাজে।
নিজের থেকে মুখটা লুকাই কোন্ লাজে!
তোমায়  নিয়ে  ভাবতে  ভীষণ ভাললাগে,
নতুন  মায়ায়  জড়িয়ে যেতে স্বাধ জাগে।
ভাবনাগুলো   ঝরুক   নাহয়  ফুল  হয়ে,
উথাল  প্রেমের  একটা  নদী  যাক  বয়ে।
-----------+++++++---------