তুই অমন করলেই আমি ঝরে যাই,
আত্মা গুমরে কাঁদে,যেন মরে যাই।
নিজের মাঝে নিজে যেন নাই আর,
পথহারা যেন এক যাযাবর।
নিমিষেই ফিকে হয় চারপাশ,
বেঁচে থাকা নয়,যেন কারাবাস।
স্বপ্নেরা ভেঙে হয় চুরমার,
চাহনিটা কেন এত ক্ষুরধার..!!


তুই হাসলেই হাসে মোর বিশ্ব,
আমি কোথা নই কভু নিঃস্ব।
ভুলে যদি ছুঁয়ে যাস মোর গায়,
মোর গোটা দুনিয়াটা দোল খায়।
চোখ যেন নয়, মায়া দূরবীন,
ইশারাতে খুন হই রাত-দিন।
যত রোগ, তুই মোর উপশম,
গলে যাই,রোদে যেন গলে মোম।


তোর ইঙ্গিতে দোলে মোর সুখ দুখ,
আমি যেন নালায়েক, ভীরু -মূক।
কি করে যে বদলাস রঙ-রূপ,
গিরগিটি হাসে দেখে তোর মুখ।
পৃথিবীটা চেনা যদি হয় শেষ,
হবে না তো চেনা কভু তোর রেশ।
ছলনার ষোলকলা আছে তোর রপ্ত,
খেলে যা,আমি তবু রবো তোরই ভক্ত।
-----------++++++--------