মন কী-যে বাধ সাধে
ছোট মনে ঘর বাঁধে
        দিয়ে কষ্ট
         করে নষ্ট
উপেক্ষার যাতনা শত
করে ক্ষত-বিক্ষত
        ভাঙে মন
         অনুক্ষণ
কে বা শোনে কার কথা
হিসেবের বাকি খাতা
        চোখে জল
          ছলছল
ভাঙে বিশ্বাস রাশি
বাঁকা ঠোঁটে ক্রূর হাসি
        কাছে আসে
        ভালোবাসে
ডান হাতে গোলাপ তোড়া
বাম হাতে ধারালো ছোরা
         প্রতিদান
         অপমান
দেখায় স্বপ্ন শতশত
খোলা বুকে অবিরত
       নিয়ে খেলে
        অবহেলে
তবু মনে বাঁধে আশা
যেন শত্রুকে ভালোবাসা....
------++++++------