প্রাচুর্যের নিয়নবাতি


জাহিদ হোসেন রনজু
--------------------------------------®


আলেখ্য-কুঁচিকায় থাকা আজ আমি
আমার পুরোনো ছবিগুলো নষ্ট করে দিলাম


ছবিগুলো আমার অস্বচ্ছল অতীত
আমার দারিদ্রতা
আমার নিন্ম-মধ্যবিত্ত, মধ্যবিত্তের কঙ্কালগুলোকে
প্রকটভাবে সামনে নিয়ে আসছিল।


ছবিগুলো আমার বর্তমান অবস্থার বিপরীতে দাড়িয়ে ছিল


ছবিগুলো আমার  জীবনে বড় বেমানান আজ, এখন


তাই কেউ দেখার আগেই নষ্ট করে দিলাম


শুধু -
মধ্যবিত্ত মানসিকতার কারণে
কিছু ছবি আমি আজ নষ্ট করতে পারিনি-
পিছুটানে, মায়ায়, রক্তের টানে
আমার বাবার, মায়ের ছবিগুলো


কিন্তু ঐ ছবিগুলো দেখলেই, যে কেউ
তাঁদের আটপৌরে পোষাক আর মুখের অভিব্যক্তি দেখেই
আমার অতীতকে জলের মতন পড়ে ফেলতে পারবে
তাই
এগুলো একটি ছোট আলেখ্য-কুঁচিকায় ভরে লুকিয়ে রেখেছি


আরও কিছুদিন এই প্রাচুর্যের নিয়নবাতির আলোতে
সাঁতার কাটলেই
রোদসী তোমার হাতগুলি আরও আষ্টেপৃষ্ঠে  আমাকে জড়িয়ে ধরলেই
হয়তো একদিন
ওগুলোও নষ্ট করতে পারবো আমি


তখন আমি আমার অতীতকে
আমার মনের মাধুরী মিশিয়ে তোমাকে বিলাতে পারবো
তুমিও বিশ্বাস করবে সেদিন
কেননা
এখন কেউ আলোর উৎস খুঁজে না, বর্তমান আলোতেই ভাসে


--------------------------------------
২৬ জানুয়ারি ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা।