শরাহত চিল


জাহিদ হোসেন রনজু
------------------------------®


এই যে শ্মশান মাঠ আজকে এখানে
একদিন ভরা ছিল ফুলের বাগানে।
মায়াময় কণ্ঠে ছিল বসন্ত কোকিল
এ শ্মশান আজকের ছিল ঝিলমিল।
ফুল ছিল পাখি ছিল ছিল কলতান
কোকিলের কণ্ঠে ছিল গান অফুরান।
পাশ দিয়ে বয়ে চলা নদীর এপারে
এ বাগান ছিল ভরা বসন্ত বাহারে।


এপারটি হয়ে গেছে আজকে ওপার
মাঝেখানে বহে নদী দূর পারাবার।
চারপাশ ঘিরে আছে অমানিশা ঘোর
কুয়াশা-অবগুণ্ঠনে ঢেকে গেছে ভোর।
ডুবে গেছে সূর্যটাও জলাঙ্গীর বিলে
সুবর্ণ অতীত মরা বেদনার নীলে।


অবিরাম নিম প্যাঁচা ডাকে নিম... নিম
বিবাগী এ দেহ-মন হয়ে আসে হিম।
ফেরারী বাতাস যায় আরো আরো দূরে
একাকী বন্দিনী মন মৃত অন্তঃপুরে।


যে ছিল নাই সে জন তবুও সে আসে
হৃদয় মুকুরে সদা সেই চাঁদ ভাসে।
হারিয়েও হারায়নি তার স্মৃতি সব
জোনাকির মত জ্বলে আঁধারে নীরব।
মনের গহীনে নিয়ে স্মৃতি কিলবিল
শ্মশানের মাঠে ঘুরে শরাহত চিল।


---------------------------------
০১ ফেব্রুয়ারি ২০২০, মিরপুর, ঢাকা