কোকিলের বসন্তে আগমনি গান স্বাভাবিক
তবে ভেবোনা ও খুশিতে গাইছে,
তোমার কাছে হয়তো গান
কিন্তু কান্নার বহিঃপ্রকাশ ওর কাছে।


ঝরনাও কাঁদে, কান পেতে শোনো ওর বেদনা
ছলাৎ ছলাৎ ছন্দে বেয়ে পড়া দেখেও
ওর কষ্ট তোমরা বোঝনা।


ফুলের প্রস্ফুটন দেখে ভেবোনা
ওর মনে নেই কোন বেদনা,
মনের ব্যথাটারে লুকিয়ে
গোপনে কাঁদে তোমায় আনন্দে ভরিয়ে।


প্রকৃতির হাসিমুখ দেখেছ
দেখনি তার মনের ব্যথা
নিজের ব্যথাটারে ভুলে যাই
বিলিয়ে শাখের পাতা।


নদীর কূল কূল ধ্বনি শুনে
ভেবোনা সুখের গীত
হৃদয়ের রক্তে রপিছে সবুজ
ভেঙ্গে নিজের ভীত।


সাগর বুকে অসীম ঢেউ দেখে
ভেবোনা এটা তার আনন্দে নাচন
এরই মাঝে লুকিয়ে আছে
তার জীবনের সহস্র কাঁদন।