যখন আমি থাকবোনা আর এই ধরনী মাঝে
আমার স্মৃতি পড়বে মনে সকাল দুপুর সাঝে।
পড়বে মনে দিন দুপুরে আমার সকল কথা
কুঠারের ন্যায় করবে আঘাত সেই দুঃখেরই ব্যাথা।


থাকবে বসে রাত গভীরে আমার আসার ছলে
থাকবে একা আমি আসবোনা কভূ ভুলে।
কাঁদবে তুমি জমবে বুকে শত যন্ত্রনার ঢেউ
থাকবে নেত্রজলে মোছাতে আসবেনা আর কেউ।


দেখবে সপন আমায় নিয়ে তুমি গভীর রাতে
শুধু একাকী বিছানায় তুমি উঠিয়া দেখিবে ভাতে।
ধরনীর বুকে আসিবে সন্ধ্যা আবার আসিবে প্রভাত
তুমি জীবনে পাবেনা আলো রহিবে অন্ধকার রাত।


যতদিন এদেহে ছিল প্রাণ বেসেছি তোমায় ভালো
দিয়েছো আঘাত; পায়নি কভূ কোন আশার আলো।
চিরদিন তোমায় বেসেছি ভালো দাওনি অধিকার
জীবনটাও তুমি নিলে কাড়ি দিলেনা মোরে বাঁচিবার।


সামনে এলে অবহেলায় তুমি আমায় গেছো এড়িয়ে
আমার সকল আশার প্রদীপ গেছো তুমি মাড়িয়ে।
আঘাত দিয়েছো এবুকে আমার দাওনি ভালোবাসা
আমার স্মৃতি ভাবাবে তোমায় বাঁধবে মনে বাসা।


আঘাত দিলে আঘাত আসে পড়বে মনে তোমার
সেদিন তোমার ইচ্ছে হবে আমার কথা জানার।
হাজারো খুঁজলেও তুমি আর পাবেনা আমায় খুঁজে
আমি কত আপন ছিলাম যাবে সেদিন বুঝে।


জীবন থাকতে বাসোনি ভালো করেছো শুধু ঘৃনা
হৃদয়ে তুমি বিঁধিয়ে দিয়েছো হাজারো বিষের বীণা।
প্রেমহীন জীবনে সবই বৃথা ধূ-ধূ মরুভূমি
আমার বিহনে তিলেতিলে বুঝবে একদিন তুমি।


সময় ও স্রোত যায় হারিয়ে ফিরে তা আর আসেনা
মানুষের শুধু স্মৃতি রয়ে যায় একথা কেউ বোঝেনা।
শুধু হারানো স্মৃতি বুকে নিয়ে থাকবে একা তুমি
তোমার সেই কষ্টজল দেখতে আসবোনা আর আমি।


আমার প্রেম সত্যি হলে কাঁদতেই হবে তোমার
কেঁদে কেঁদে ভাসাবে বুক পাবেনা খুঁজে আমার।
সেদিন বুঝবে সার্থক আমি সার্থক আমার প্রেম
থাকবোনা যদিও থাকবে শুধু ছবি আটা ফ্রেম।