মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান
এই নিয়ে আছি মোরা বেশ
উৎসবে পার্বণে ভ্রাতৃক বন্ধনে
আনন্দের নেই কোন শেষ
এমনই আমার দেশ; সোনার বাংলাদেশ।


নদী-নালা আর পুকুর খালে
মাছে মাছে ভরেছে বিলে
হেমন্তে দেখো কৃষাণ কৃষাণির
ঘরে নবান্নের আবেশ
এযে আমার দেশ; সোনার বাংলাদেশ।


রুপালী ইলিশ আর সোনালি ফসলে
হাসি খুশিতে মানুষের মন দোলে
আনন্দে নাচে মন বিহগ তানে
সর্বত্র ছড়িয়ে থাকে বসন্তের রেষ
এই আমারই দেশ; সোনার বাংলাদেশ।


ছায়াঘন গ্রাম সবুজে শ্যামলে
এক আত্মা আনন্দধামে দোলে
আঁকাবাঁকা মেঠোপথ বৃক্ষ সারি সারি
ছোট ছোট গ্রাম সাজানো আছে বেশ
সবার সেরা দেশ; আমার সোনার বাংলাদেশ।